• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাথা ন্যাড়া করায় ছাত্রলীগ নেতার আদালতে মামলা

প্রকাশ:  ২০ মে ২০১৮, ১৭:১৩
নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগ নেতা স্বপন চন্দ্র দাসের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেছাত হোসেন বেলালের কর্মীদের বিরুদ্ধে। তিনি উপজেলা ছাত্রলীগের উপ-বিভাগীয় সম্পাদক। শুক্রবার এ ঘটনার পর রোববার সকালে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার খলিশাপুর ইউনিয়ন স্কুল মাঠে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাহিদুল ইসলাম সুজন ও আরেক আওয়ামী লীগ নেতা তুহিন আহম্মদ খান। মিলাদ মাহফিল ও ইফতারে আসা সুজনের সমর্থকদের মারধর করেন এমপি বেলালের সমর্থকরা। এক পর্যায়ে তারা স্বপনের মাথা ন্যাড়া করে দেয়।

সম্পর্কিত খবর

    স্বপন বলেন, ‘শুক্রবার বেলা ৩টার দিকে আমি আমার সহযোগীদের সঙ্গে ইফতারে যোগদানের জন্য আসি। এসময় এমপির সমর্থক মাসুদ আলম টিপু, মাহাবুব আলম বুলবুল, নুরুল আমিন, ফেরদৌস ও উজ্জ্বল তাকে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে যায়। পরে উপজেলা যুবলীগের সদস্য আবদুল মোমেন ক্ষুর দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেয়। পরে আমি রোববার ৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি লিখিত অভিযোগ করেছি।’

    এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সুজন বলেন, ‘আমাদের একটি শান্তিপূর্ণ অনুষ্ঠানে তারা এভাবে বাঁধা সৃষ্টি করেছে। এ ব্যাপারে আমি পুলিশ সুপারকে অভিযোগ করেছি। কারণ এমপির বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না।’

    এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাসুদ আলম টিপু বলেন, ‘আমি এ ধরনের কোনও ঘটনা জানি না। এটা একটি সাজানো নাটক।’

    নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনার খবর শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close