• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবার প্রশ্নপত্র ফাঁসের নতুন গুজব

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ০৩:০৬
আশরাফুল আলম খোকন

ফেসবুক গ্রুপে ওদের সদস্য সংখ্যা প্রায় ৩০ লক্ষ। অবশ্য সব ওদের না, অর্ধেক সদস্য আমাদেরও আছে। প্রথমে গ্রুপের নাম ছিল “কোটা সংস্কার চাই”। এরপর গ্রুপের নাম হলো “নিরাপদ সড়ক চাই”। যদিও আন্দোলনটা ছিল স্কুল শিক্ষার্থীদের। আর কোটার আন্দোলন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন এই গ্রুপেরই নামকরণ করা হয়েছে ''We want Justice''।

এরপর কি বিশ্ববিদ্যালয়ের এবং স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি-জামায়াত এর ষড়যন্ত্র শেষ। বাকি রয়ে গেছে কলেজ লেভেলের শিক্ষার্থী। ওদের গ্রুপের মধ্যকার আলোচনা দেখে যা বুঝলাম, ওদের পরবর্তী মিশন কলেজের শিক্ষার্থী। সেই ক্ষেত্রে ওরা বেছে নিয়েছে আগামী সেপ্টেম্বর মাসকে। কারণ প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে।

সম্পর্কিত খবর

    এ সময় তারা ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব তুলবে। প্রথমে ওরা নিজেরাই পরীক্ষার্থী সেজে মাঠে নামবে, যেমন নেমেছিল স্কুলছাত্র ও চাকরিপ্রার্থী সেজে। এরপর সাধারণদের ক্ষেপাবে। এক্ষেত্রে ওদের পক্ষের সুশীলরা টকশোতে গিয়ে, পত্রিকাতে লিখে তাদের পক্ষে জনমত গঠন করবে।

    আর তাদের এনজিওভিত্তিক গ্রুপগুলো মাঠে আছে গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল করার কাজ নিয়ে। এইগুলো গল্প না, তাদের গ্রুপের লেখাগুলো পড়ে তাই মনে হয়েছে।

    লেখক: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close