• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাফ ফুটবল: ধারাভাষ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৬
পূর্বপশ্চিম ডেস্ক

'মাঠ চলে গেল বলের বাইরে', 'কর্দমাক্ত আকাশ মেঘমুক্ত মাঠ' এমন কিছু মজার ধারাভাষ্য বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে প্রচলিত রয়েছে। এগুলো আসলেই বলা হয়েছে কি না সে নিয়ে সন্দেহের অবকাশ থাকতেই পারে। তবে মঙ্গলবার বাংলাদেশ ও ভূটানের ম্যাচের ধারাভাষ্য নিয়ে তুলকালাম চলছে ফুটবল ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত হাসির জোয়ার বইছে ধারাভাষ্যকারদের নিয়ে। খবর বিবিসি বাংলার ।

বিশেষত ধারাভাষ্যকারদের বেশ কিছু ভুল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। ভূটান বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকারদের ভুলগুলো এভাবে তুলে ধরেন দর্শকরা ।

সম্পর্কিত খবর

    যেসব ভুল নিয়ে আলোচনা হয়েছেঃ

    শেষ পর্যন্ত বাদশাহ বলটি কে পাহারা দিলো এবং পাহারা দিতে দিতে গোল লাইন এর বাহিরে পর্যন্ত নিয়ে গেলো

    বাংলাদেশ ও ভূটানের মধ্যকার ম্যাচের ধারাভাষ্যকার

    জেমি ডে অফিশিয়াল কার্ড পরেছেন বেণিটি ব্যাগের মতো করে"।

    বদলি হিসেবে মাঠে নামছেন মামুনুল ইসলাম, বাংলাদেশ দলের সাবেক ফুটবলার

    বলটি সামনে বাড়িয়ে দিলো এবং মাহবুবুর রহমান এগিয়ে যাচ্ছে তার স্পিড যদি এম্বাপ্পের মতো হয় তাহলে মনে হয় বলটি ধরতে পারবে

    বাংলাদেশের দর্শকরা উপলব্ধি করার চেষ্টা করছেন কিভাবে তারা ম্যাচটি উপলব্ধি করবেন

    খেলার সময় অতিক্রান্ত হয়েছে বাইশ অর্থাৎ টুয়েন্টি টু মিনিট

    ভূটান পরেছে কমলা রঙের জার্সি, অপরদিকে বাংলাদেশ পরেছে সবুজ রঙের জার্সি, সাদা রঙের প্যান্ট, সাদা রঙের মোজা হলুদ রঙের মোজা, অর্থাৎ ইনি গোলকিপার

    শেষ পর্যন্ত বাদশাহ বলটি কে পাহারা দিলো এবং পাহারা দিতে দিতে গোল লাইন এর বাহিরে পর্যন্ত নিয়ে গেলো

    প্রথম তিন মিনিটে (টাইব্রেকারের) মাধ্যমে এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ

    এসব ধারাভাষ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

    সাইফুল আলম চৌধুরী লিখেছেন, এমন ধারাভাষ্যকার লইয়া জাতি কি করিবে! মামুনুল বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর ধারাভাষ্যকার বলছে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মামুনুল নামলেন!!!! মনে হচ্ছিল, ধারাভাষ্যকার কবরের ওপার থেকে ধারাভাষ্য দিচ্ছেন!!

    ক্রীড়া সাংবাদিক বর্ষন কবির তার ফেসবুক পাতায় লিখেছেন, চৌধুরী জাফরউল্লাহ শরাফত কবে অবসর নেবেন? পেনাল্টি পেলেও বলেন না। গোল হলেও একই 'টোন'! বেতার ও টিভি'র ধারাভাষ্যের পার্থক্যতো ভাই রাখবেন!

    ভূটান কিন্তু বাংলাদেশ অপেক্ষা দুর্বল দল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে "পঁচা শামুকেই পা কাঁটে"। উদাহরণ হিসেবে বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের ম্যাচটিই দেখুন।- চ্যানেল নাইন এক কমেন্টেটর। লিখেছেন মোস্তাফিজুর রহমান প্রান্ত ।

    আবার কেউ কেউ ধারাভাষ্যকারদের পক্ষেও কথা বলেছেন।

    যেমন ইসমাইল আহমেদ নামে একজন লিখেছেন, যারা বাংলাদেশের ধারাভাষ্যকার নিয়ে মজা নিচ্ছে তারা কি কখনো ভারতীয় বাংলা চ্যানেল ''জলসা মুভি'' তে আইপিএল এবং ফুটবল বিশ্বকাপ দেখেছে??? ধারাভাষ্যতো তারাই উচ্চতায় নিয়ে গেছে।

    সবাই যেইভাবে কমেন্ট্রি নিয়ে ট্রল করে পোস্ট দিচ্ছেন মনে হচ্ছে সবাই খেলা দেখা বাদ দিয়ে খেলা শুনছেন!!! বাদ দেন না ভাই, খেলার পজিটিভ দিক নিয়ে পোস্ট দেন পিলিজ.....।" মন্তব্য করেছেন মিজান রাসেল নামের এক ব্যক্তি।

    এখানে উল্লেখ্য যে মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভূটানের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পায়।

    /পি আর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close