• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাওলানা ভাসানীর মতো নেতা এখন খুব দরকার: মেনন

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৭:৫৯ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মাওলানা ভাসানী ছিলেন মজলুম জনতার রাজনৈতিক নেতা। মওলানা ভাসানী বেঁচে থাকলে তিনি বর্তমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ‘খামোশ’ বলে সোচ্চার হতেন। আজকের দিনে মওলানা ভাসানীর মতো একজন দৃঢ়চেতা নেতার খুবই দরকার।

১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন একজন আপসহীন যোদ্ধা।

বিবৃতিতে তিনি বলেন, মওলানা ভাসানী সারা জীবন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৪৯ সালে গঠিত আওয়ামী মুসলিম লীগ নাম পরিবর্তন করে পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন তিনি। এ থেকেই তার অসাম্প্রদায়িক চরিত্র ফুটে ওঠে। তিনি ছিলেন মজলুম জনতার প্রিয় নেতা। তিনি সমাজের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের এক অকুতোভয় নেতা ছিলেন।

মেনন বলেন, আজকে যারা মওলানার মৃত্যুবার্ষিকী পালন করছেন, তাদের অনেকেই মওলানার রাজনীতির অনুসারী নয়, বরং মওলানার রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মওলানা ভাসানী সমাজের বৈষম্য-নিপীড়নের বিরুদ্ধে যেমন কথা বলেছেন, তেমনি তিনি সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে আন্তর্জাতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য বিশ্বের সব নিপীড়িত জাতিসমূহের ঐক্য গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন প্রকৃতার্থেই দেশপ্রেমিক প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা। মওলানা ভাসানী জামায়াতের রাজনীতির ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলাম ইসলাম নয়।

/আরাফাত

মওলানা ভাসানী,রাশেদ খান মেনন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close