• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘খামোশ’ কাহিনীর মধ্য দিয়ে কিছু লোককে চিনলাম

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮
আশরাফুল আলম খোকন
ফাইল ছবি

নির্বাচনের মৌসুম, তাই নির্বাচন নিয়েই একটা গল্প বলি........

এক ভদ্রলোক নির্বাচন করছেন। ঐ রকম কোনো জনপ্রিয়তা নেই কিন্তু এলাকায় অনেক অনেক টাকা খরচ করেছেন। টাকা খেয়ে সবাই তার পিছনে মিছিল করেছে। ভোটের দিন গণনা শেষে দেখা গেলো ওই ভদ্রলোক হাতে গোনা কয়েকটা ভোট পেয়েছে মাত্র। বন্ধুরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, ভোট এতো কম কেন.. টাকাগুলো গেলো কই ?

উত্তরে ভদ্রলোক বললেন, আমিতো নির্বাচন করতে যাই নাই “ভাত দিয়ে কুত্তা চিনলাম”।

গল্প বলার কারণ, ড. কামালের “খামোশ” কাহিনীর মধ্য দিয়ে কিছু লোককে চিনলাম। যারা কথায় কথায় বাক স্বাধীনতার কথা বলে, স্বাধীন সাংবাদিকতার কথা বলে, নীতি নৈতিকতার কথা বেশি বেশি বলে, তাদেরকে দেখলাম যমুনা টিভির সাংবাদিক Vaskar Bhadury কে দোষারুপ করছেন।

আরে ভাই, সাংবাদিক হিসাবে কি ভুল কাজটা করেছে? শুধু ড.কামাল সাহেবকে জিজ্ঞেস করেছে, যুদ্ধাপরাধী জামাতের সাথে উনি কিভাবে ঐক্য করলেন। এই প্রশ্নের উত্তর উনি দিতেও পারতেন, বেশি লজ্জা( যদি থাকে) পাইলে না দিতেন। সাংবাদিককে হুমকি দেয়ার কি আছে, ব্যঙ্গ করার কি আছে।

সাংবাদিক হিসাবে ভাস্কর ঠিক কাজটিই করেছেন। ড. কামাল বেয়াদবি করেছেন। আর আপনারা যারা মাথা বেচা, এনজিও’র টাকায় চলেন তারা ভাস্করের পাশে না দাঁড়িয়ে, ড. কামালের পক্ষ নিয়ে নির্লজ্জের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

/পিবিডি/আরাফাত

আশরাফুল আলম খোকন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close