• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজনীতিতে পিকেকে নাক গলাতে না করলো মেসি

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ১২:১৪ | আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:০৬
স্পোর্টস ডেস্ক

সেই অভিশপ্ত রাতের পরে আবার ফুটবল ফিরছে ক্যাম্প ন্যু-তে। যে রাতে কাতালুনিয়া নিয়ে বিদ্রোহের জেরে গ্যালারি খালি করে, দর্শকশূন্য মাঠে খেলতে হয়েছিল লিওনেল মেসিদের।

সেটা ছিল লা লিগার ম্যাচ। এবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে নামছে বার্সেলোনা। কিন্তু এই ম্যাচে নামার আগে হঠাৎ করে বিতর্কের ছায়া বার্সা ড্রেসিংরুমে। শোনা যাচ্ছে, কাতালুনিয়া নিয়ে পিকের রাজনৈতিক বক্তব্যতে খুব একটা খুশি নন মেসি। মেসি নাকি চান, ফুটবলররা এখন পুরোপুরি ফুটবলেই মনঃসংযোগ করুক। পিকেকে যে ব্যাপারটা তিনি নাকি বলেও দিয়েছেন। মেসি চান, রাজনৈতিক ব্যাপারে মাথা না গলিয়ে পিকে যেন খেলাটায় মন দেন।

সম্পর্কিত খবর

    ইংল্যান্ডের 'ডেইলি স্টার' এক প্রতিবেদনে জানিয়েছে, বার্সেলোনা বিশ্বাস করে খেলোয়াড়ের চেয়ে ক্লাব অনেক বড়।মেসিও তাই। পত্রিকাটির দাবি, কাতালানদের স্বাধীনতা নিয়ে পিকের জড়িয়ে পড়া পছন্দ হয়নি মেসির। মেসি চাচ্ছেন, পিকে এসবে মন না দিয়ে খেলায় মন দিক। মেসি নাকি পিকেকে বলেছেন ঠাণ্ডা থাকতে, কথা কম বলতে। এসব রাজনৈতিক বিষয়ের মধ্যে নিজেকে না জড়াতে। মন দিতে বলেছেন বার্সেলোনার হয়ে শিরোপা জেতার দিকে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close