• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্মিথের ডাবলে দুই রেকর্ড

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮
স্পোর্টস ডেস্ক

পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার দলনেতা স্টিভেন স্মিথ। শতকের দেখা পেয়েছেন শন মার্শ। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকালেন স্মিথ। তবে অধিনায়ক হিসেবে এটাই স্মিথের প্রথম ডাবল।

এর আগে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে ডাবল সেঞ্চুরি করেছিলেন স্মিথ। যদিও স্মিথের ডাবল সেঞ্চুরি ৪টা হতে পারত। ২০১৫ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন। আর ২০১৪ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে আউট হয়েছিলেন ১৯২ রানে।

সম্পর্কিত খবর

    এদিকে এক ডাবলের দিনে দুই রেকর্ড গড়েছেন স্মিথ। শতক করে বিশ্বের বেশ কয়েকজন সুপারস্টারকে টপকে গেলেন ওজি নেতা। ২২তম শতক ছুঁতে স্মিথের লাগল ১০৮ ইনিংস। তার উপরে রয়েছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (৫৮) ও সুনীল গাভাস্কার (১০১)। স্মিথ পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার (১১৪) ও ম্যাথু হেইডেনকে (১২৮)।

    এ ছাড়া চলতি বছরের আগে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালেও স্মিথ হাজার রান করেছিলেন। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা চার বছর হাজার রান তোলার রেকর্ড গড়েছেন স্মিথ। /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close