• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কলকাতায় কুপোকাত হায়দ্রাবাদ, নিষ্প্রভ সাকিব

প্রকাশ:  ২০ মে ২০১৮, ০১:৩১
স্পোর্টস ডেস্ক

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে এবছর সাকিব আল হাসান গায়ে তুলেছেন হায়দ্রাবাদের জার্সি। কিন্তু সাবেক দলের বিরুদ্ধে তিনি ছিলেন নিষ্প্রভ।বাংলাদেশের এ অলরাউন্ডার ব্যাট হাতে ৭ বলে করেছেন মাত্র ১০ রান, বল হাতে ৩ ওভারে ৩০ রানের বিনিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট। আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিবের দল হায়দ্রাবাদ হেরেছে ৫ উইকেটে।

এদিন ক্রিস লিনের ৪৩ বলে ৫৩ ও রবিন উথাপ্পার ৩৪ বলে ৪৫ রানে ভর করে জয়ের বন্দরে নোঙর ফেলে সফরকারী কলকাতা। দলের হয়ে ২২ বলে অপরাজিত ২৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন অধিনায়ক দিনেশ কার্তিক। এ জয়ের ফলে টুর্নামেন্টের শেষ চারের পথ আরও মসৃণ করলো নাইটদের।

সম্পর্কিত খবর

    হায়দ্রাবাদের হয়ে বল হাতে সিদ্ধার্থ কউল, ও কার্লোস ব্র্যাথওয়েট ২টি করে উইকেট শিকার করেছেন। অপর উইকেটের শিকারি ছিলেন সাকিব আল হাসান।

    শনিবার (১৯ মে) রাতে ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ানের ৩৯ বলে ৫০ ও কেন উইলিয়াসনের ১৭ বলে ৩৬ রানের আগুনঝরা ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে স্বাগতিক সানরাইজার্স হায়দ্রাবাদ।

    দলের হয়ে ২৬ বলে ৩৫ রানের দায়িত্বশীল এক ইনিংস উপহার দিয়েছেন শ্রীভাতস গোস্বামী।

    কলকাতার হয়ে উইকেট শিকারে দাপট দেখিয়েছেন ২২ বছর বয়সী তরুণ প্রসিধ কৃষ্ণা। ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।

    আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কুলদিপ যাদব ও স্ক্যান্টলবুরি সিয়ারেলস ১টি করে উইকেট নিয়েছেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close