• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্লে-অফের আগে পরিসংখ্যানে আইপিএল

প্রকাশ:  ২১ মে ২০১৮, ১৬:০১
স্পোর্টস ডেস্ক

লিগের খেলা শেষ৷ হোম-অ্যাওয়ে ভিত্তিতে পারস্পরিক লড়াই শেষে চারটি দল জায়জা করে নিয়েছে একাদশ আইপিএলের প্লে-অফে৷ সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংংসআগেই শেষ চারে থাকা নিশ্চিত করেছিল৷ কলকাতা নাইট রাইডার্স নিজেদের শেষ ম্যাচে জিতে প্লে-অফের টিকিট পকেটে পোরে৷

শেষ চারের ছবিটা স্পষ্ট হয়নি লিগের শেষ ম্যাচের আগে পর্যন্তও৷ সুতরাং উত্তেজন জিইয়ে ছিল পুণের এমসিএ স্টেডিয়ামে চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচ পর্যন্ত৷ শেষ ম্যাচের ফলাফলের ভিত্তিতে চতুর্থ দল হিসাবে প্লে-অফে যায় রাজস্থান৷ লিগের খেলা শেষে একাদশ আইপিএলের পয়েন্ট টেবিলে চোখ বুলিয়ে নেওয়া যাক৷

সম্পর্কিত খবর

    পয়েন্ট টেবিল:

    সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ-১৪, জয়-৯, হার-৫, পয়েন্ট-১৮, নেট রানরেট:০.২৮৪

    চেন্নাই সুপার কিংস: ম্যাচ-১৪, জয়-৯, হার-৫, পয়েন্ট-১৮, নেট রানরেট:০.২৫৩

    কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-১৪, জয়-৮, হার-৬, পয়েন্ট-১৬, নেট রানরেট:-০.০৭০

    রাজস্থান রয়্যালস: ম্যাচ-১৪, জয়-৭, হার-৭, পয়েন্ট-১৪, নেট রানরেট:-০.২৫০

    মুম্বাই ইন্ডিয়ান্স: ম্যাচ-১৪, জয়-৬, হার-৮, পয়েন্ট-১২, নেট রানরেট:০.৩১৭

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-১৪, জয়-৬, হার-৮, পয়েন্ট-১২, নেট রানরেট:০.১২৯

    কিংস ইলেভেন পঞ্জাব: ম্যাচ-১৪, জয়-৬, হার-৮, পয়েন্ট-১২, নেট রানরেট:-০.৫০২

    দিল্লি ডেয়ারডেভিলস: ম্যাচ-১৪, জয়-৫, হার-৯, পয়েন্ট-১০, নেট রানরেট:-০.২২২

    লিগের খেলা শেষে প্লে-অফ উইকে প্রবেশ করতে চলেছে আইপিএল-১১৷

    দেখে নেওয়া যাক প্লে-অফে কোন দল কবে, কোথায়, কখন কাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে

    প্লে-অফের সূচি:

    কোয়ালিফায়ার-১: হায়দরাবাদ বনাম চেন্নাই (২২ মে, ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা) এলিমিনেটর: কলকাতা বনাম রাজস্থান (২৩ মে, ইডেন, সন্ধ্যা ৭টা) কোয়ালিফায়ার-২: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী (২৫ মে, ইডেন, সন্ধ্যা ৭টা) ফাইনাল: প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী (২৭ মে, ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা)

    লিগের খেলা শেষে ব্যক্তিগত পরিসংখ্যানে কারা এগিয়ে রইলেন, ব্যক্তিগত উৎকর্ষতায় বাকিদের টেক্কা দিলেন কারা, এক ঝলকে তা দেখে নেওয়া যাক৷

    লিগ শেষে ব্যক্তিগত পরিসংখ্যান:

    অরেঞ্জ ক্যাপ: ঋষভ পন্ত (৬৮৪ রান) পার্পল ক্যাপ: অ্যান্ড্রু তাই (২৪ উইকেট) সর্বাধিক ছক্কা: ঋষভ পন্ত (৩৭) সর্বাধিক চার: ঋষভ পন্ত (৬৮) সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ঋষভ পন্ত (অপরাজিত ১২৮) সেরা বোলিং: অঙ্কিত রাজপুত (৫/১৪) সর্বাধিক ডট বল: উমেশ যাদব (১৪৮)

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close