• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাশিয়ায় খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী: সালাহ

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ১৫:২০ | আপডেট : ২৮ মে ২০১৮, ১৫:২৬
স্পোর্টস ডেস্ক

১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মিশর। এটা সম্ভব হয়েছে মোহাম্মদ সালাহর অতিমানবীয় নৈপুণ্যে। অথচ দলকে বিশ্বকাপে টেনে নেওয়া সেই সালাহই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পেয়ে এখন শঙ্কায়।

কিয়েভে লিভারপুলের স্বপ্নভঙ্গের রাতে আঘাত পান সালাহ। ম্যাচের ২৯ মিনিটে বল নিয়ন্ত্রণ করার সময় সালাহর হাত নিজের হাতের মাঝে আটকে টেনে ধরেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মারাত্মকভাবেই আহত হন সালাহ। ব্যথানাশক স্প্রে করে এরপরেও মাঠে ছিলেন। তবে টিকতে পারেননি মিনিট-খানেকও।

অথচ বিশ্বকাপের বাকি আর আড়াই সপ্তাহের মতো। আর এ সময়েই সালাহর এমন চোট। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোহামেদ সালাহ। বিষয়টি নিয়ে টুইটারে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার করেছেন। একইসাথে তিনি সবার কাছে দোয়াও প্রার্থনা করেছেন।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, এটা সত্যিকার অর্থেই বেশ কঠিন একটি রাত ছিল। কিন্তু আমি একজন লড়াকু। সব কিছুকে পেছনে ফেলে রাশিয়ায় খেলার ব্যপারে আমি আত্মবিশ্বাসী। আমি মিশরকে গর্বিত করতে চাই। তবে এই মুহূর্তে সবার সমর্থন জরুরি, যা আমাকে শক্তি যোগাবে।

বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ-এ’তে মিশরের প্রতিপক্ষ সৌদি আরব, উরুগুয়ে ও স্বাগতিক রাশিয়া।

গত বছর জুলাইয়ে রোমা থেকে ৩৬.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। কিন্তু সাবেক এই চেলসি ফরোয়ার্ড পুনরায় প্রিমিয়ার লিগে ফিরেই এবারের মৌসুমে নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করে পেশাদার ফুটবলার্স এসোসিয়েশন ও ফুটবলার্স রাইটার্স এসোসিয়েশনের বিবেচনায় বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।

অভি

মিশর,রাশিয়া,মোহাম্মদ সালাহ,লিভারপুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close