• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপের দলগুলোর ডাক নাম

প্রকাশ:  ১৪ জুন ২০১৮, ২০:১৭
স্পোর্টস ডেস্ক

চার বছরের অপেক্ষার শেষে আরও একটা বিশ্বকাপ ৷ আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠছে রাশিয়ার বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে জমকালো আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। তারপরই একই ভেন্যুতে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে বিশ্বকাপের ২১তম আসর।

এখন শুধু মাত্র কিছু সময়ের অপেক্ষা। আজই রাশিয়ায় পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এবার শুধু উন্মাদনায় ভাসার পালা। তৈরি মস্কোর লুজনিকি স্টেডিয়াম, তৈরি পুরো রাশিয়া।

সম্পর্কিত খবর

    ফুটবল বিশ্বকাপের ২১তম আসরে বিশ্বসেরা সেরা হওয়ার প্রতিযোগীতায় অংশ নিবে মানচিত্রে ৩২ টি দেশ। আর প্রিয় দেশ গুলোকে এক একটি প্রিয় নামে ডাকতে পছন্দ করেন সমর্থকরা।

    এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় দলকে কি নামে ডাকেন ফুটবল প্রেমীরা।

    আর্জেন্টিনা : লা আলবিসেলেস্তে

    ব্রাজিল : সেলেকাও

    অস্ট্রেলিয়া : দ্য সকারুস

    বেলজিয়াম : লেস ডিয়াবেলস রজেস

    কলোম্বিয়া : লস ক্যাফেতেরস

    কোস্টারিকা : লস তিকোস

    ক্রোয়েশিয়া : ভ্যাতরেনি

    ডেনমার্ক : ড্যানিস ডাইনামাইট

    মিশর : দ্য ফ্যারাওস

    ইংল্যান্ড : দ্যা থ্রি লায়ন্স

    ফ্রান্স : লেস ব্লুজ

    জার্মানি : ডাই ম্যান্সকাফ্ট

    আইসল্যান্ড : স্ট্রাকামির ওক্কার

    ইরান : সিরানে পার্স

    জাপান : সামুরাই ব্লু

    দক্ষিণ কোরিয়া : এশিয়ান টাইগার্স

    মেক্সিকো : এল ট্রাইকালার

    মরক্কো : অ্যাটলাস লায়ন্স

    নাইজেরিয়া : দ্যা সুপার ঈগলস

    পানামা : মারিয়া রোজা

    পেরু : লস ইনকাস

    পোল্যান্ড : পোল্সকি অর্লি

    পর্তুগাল : সেলেকাও দাস কুইনাস

    রাশিয়া : স্বোরনাইয়া

    সৌদি আরব : আল সোগার আল আখদার

    সেনেগাল : লেস লায়ন্স দি লা তারাঙ্গা

    সার্বিয়া : ওরলোভি

    স্পেন : লা ফুরিয়া রোজা

    সুইডেন : ব্লাগাল্ট

    সুইজ্যারল্যান্ড : রোসোক্রোশিয়াতি

    তিউনিশিয়া : লেস ইগাল্স দি কার্থেজ

    উরুগুয়ে : লা সিলেস্তা /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close