• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোনাল্ডোকে ছুঁয়ে বিশ্বরেকর্ড করলেন লুকাকু

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৫:০৮
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে বইছে গোলের বন্যা৷ আর তাতেই ভেসে গেল ৬৪ বছরের পুরনো রেকর্ড৷ ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের প্রথম ২৬টি ম্যাচের প্রত্যেকটিতে গোল করেছিল কোনও না কোনও দল৷ অর্থাৎ ২৬টি ম্যাচের একটিও গোলশূন্য ড্র হয়নি৷ এবার রাশিয়ায় গ্রুপ ‘জি’র বেলজিয়াম-তিউনিশিয়া ম্যাচ পর্যন্ত ইতিমধ্যেই সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭’এ৷ এই নিরিখে বিশ্বকাপের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়ল রাশিয়া বিশ্বকাপ৷

তিউনিশিয়ার জালে দু’বার বল জড়িয়ে বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সব থেকে বেশি গোল করার রেকর্ড ছুঁয়ে ফেলেন রোমেলু লুকাকু৷ বেলজিয়ামের হয়ে ফিফা বিশ্বকাপে সর্বাধিক ৫টি গোল করার রেকর্ড ছিল মার্ক উইলমটসের দখলে৷ তিউনিশিয়া ম্যাচের পর লুকাকুর বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়াল ৫৷

সম্পর্কিত খবর

    পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন

    ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চারটি ম্যাচে একটি গোল করেছিলেন লুকাকু৷ এবার রাশিয়ায় দু’টি ম্যাচ খেলে চারটি গোল করেন ম্যান ইউ তারকা৷ এক্ষেত্রে রাশিয়ায় গোল্ডেন বুটের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ধরে ফেলেন বেলজিয়ান স্ট্রাইকার৷ চলতি বিশ্বকাপে পর্তুগালের হয়ে দু’টি ম্যাচে মাঠে নেমে একটি হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছেন রোনাল্ডো৷

    ‘জি’ গ্রুপ থেকে বেলজিয়াম প্রি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেলায় বিশ্বকাপের আরও কয়েকটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন লুকাকু৷ রোনাল্ডোর সঙ্গে তাঁর ব্যক্তিগত ডুয়েল কতদূর গড়াবে তা সময় বলবে, তবে রোমেলুর উইলমটসকে টপকে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close