• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘মেসির মতো ফুটবলার এ গ্রহে আর আসবে না’

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬
স্পোর্টস ডেস্ক

‌‘মেসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সবসময় জিততে চায়, দলকে জেতাতে চায়। আর্জেন্টিনার হয়ে খেলার সময় সর্বোচ্চটা উজাড় করে দেয়। দুর্ভাগ্যবশত, সাফল্য খুব কম আসে। এতে তার কিছুই করার থাকে না।’

কথাগুলো বলছিলেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার এরিক লামেলা। জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন মেসি-এরিক। খুব কাছ থেকে তাই একে অপরকে দেখার সুযোগ হয়।

সম্পর্কিত খবর

    এরিক লামেলা বলেন, মেসি একজনই। যে গুণে মানে অনন্য। কারো সঙ্গে তার তুলনা হয় না। ওর মতো কোনো ফুটবলার এ গ্রহে আর আসবে না।

    মেসির বয়স এখন ৩১। এ বয়সে অনেকে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। সেখানে এ বয়সেও আগুনে ফর্মে আছেন ছোট ম্যাজিসিয়ান। তার হ্যাটট্রিকে পিএসভিকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু করেছে বার্সেলোনা।

    টটেনহাম হটস্পার উইঙ্গার বলেন, মেসির সঙ্গে খেলেছি, অনুশীলন করেছি। তাই তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমার দেখা সে-ই সবচেয়ে সেরা ফুটবলার। ম্যাচের পর ম্যাচ কী অবলীলায় সে পারফরম করে যাচ্ছে। গোল করা, করানো ও ফুটবল নিয়ে যা ইচ্ছে তা করা-সবকিছুই তার পক্ষে কত সহজ! তার মতো কেউ হবে না।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close