• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আজকেও অনুশীলন চলছে টাইগারদের

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৩৯ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:১৩
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি

বাংলাদেশের সাথে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেই সিরিজ উপলক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলছে টাইগারদের।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় অনুশীলন শুরুর কথা থাকলেও সোমবার রাতে হঠাৎই বদলে যায় সেই সময়সূচি। প্র্যাকটিস শুরু হয়েছে দুপুর ১টায়।

সম্পর্কিত খবর

    তবে সাড়ে ১২টার পর থেকেই হালকা ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মোস্তাফিজ-লিটনরা। এর কিছুক্ষণ পরেই তাদের সাথে যোগ দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

    আজকের প্র্যাকটিসটা মূলত হচ্ছে বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদের। ফজলে রাব্বি, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই অনুশীলন হচ্ছে কিভাবে বড় শট না খেলেও রানের চাকা সচল রাখা যায়।

    আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে টাইগারদের এই ফিটনেস এবং কন্ডিশনিং ক্যাম্প।

    ২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দলে নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। তবে ইনজুরির কারণে দলের বাইরে আছেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

    -এসএমএ

    অনুশীলন চলছে টাইগারদের
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close