• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আর্জেন্টিনার রাজধানীতে প্রথমবারের মতো ম্যারাডোনার মূর্তি

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৮, ১৭:০৮ | আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৭:১১
স্পোর্টস ডেস্ক

বিংশ শতাব্দীর সেরা গোল কোনটি? প্রশ্নটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের আটজন ডিফেন্ডারকে ডজ করে ম্যারাডোনার সেই গোলের দৃশ্য। পরবর্তীতে সেই গোলকেই বিংশ শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দিয়েছে ফুটবল বিশ্ব। ৫৮ তম জন্মদিনে তাকে সম্মান জানাতে ম্যারাডোনার ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করল তার প্রথম ক্লাব আর্জেন্তিনোস জুনিয়র্স। ১৯৭৬ যে ক্লাবে ফুটবল ক্যারিয়ার হাতেখড়ি হয় আর্জেন্টিনার কিংবদন্তির। আর ম্যারাডোনার সেই মূর্তিতেই আর্জেন্তিনোস জুনিয়র্সের মাঠে ফিরে এল ৮৬’র সেই গোলের স্মৃতি।

৩০ অক্টোবর ফুটবল রাজপুত্রের জন্মদিনেই আর্জেন্তিনোস জুনিয়র্সের স্টেডিয়ামে উন্মোচন হওয়ার কথা ছিল ম্যারাডোনার ব্রোঞ্জ মূর্তিটি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে যায় সেই অনুষ্ঠান। ৩১ অক্টোবর ক্লাবের স্টেডিয়ামে ৮৬ বিশ্বকাপের স্মৃতি উস্কে দিয়ে উন্মোচিত হয় ম্যারাডোনার ব্রোঞ্জ মূর্তি। যেখানে ফুটে উঠেছে ইংল্যান্ডের সাথে শতাব্দী সেরা গোলের আগে ম্যারাডোনার ড্রিবলিংয়ের একটি মুহূর্ত।

সম্পর্কিত খবর

    ব্রোঞ্জ খোদাই করেই নির্মাণ করা হয়েছে আর্জেন্টাইন তারকার ন’ফুটের এই মূর্তি। যা অচিরেই স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস আইরসে এটিই প্রথম ম্যারাডোনার মূর্তি, যা উন্মোচিত হল তার ৫৮ তম জন্মদিনে। স্টেডিয়ামের একটি দেওয়ালে লাল জার্সি পরিহিত ম্যারাডোনার ছবির সামনেই স্থান পেয়েছে এই মূর্তি।

    ভাস্কর জর্জ মার্টিনেজের কথায়, এটা সেই গোল যে গোলের পর সমস্ত আর্জেন্টাইন একসাথে লাফিয়ে উঠেছিলেন। এই ঘটনাই আমাকে মূর্তিটি বানাতে উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি ম্যারাডোনার এই গোলকে আর্জেন্টিনার ইতিহাসে ‘মাইলস্টোন’ বলেও আখ্যা দিয়েছেন মার্টিনেজ।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close