• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মুশফিকের দিনে মিরাজের ক্যারিয়ার সেরা ইনিংস

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৬:৩১ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৬:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

জাতীয় দলে ডাক পাওয়ার সময় মেহেদি হাসান মিরাজ ছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার। দলে ঢুকে ব্যাটিংয়ে বলার মত খুব বেশি চমক না দেখালেও যে দৃঢ়তাপূর্ণ ইনিংস খেলেছেন তাতে ব্যাক্তিগত বড় স্কোর না হলেও তা দলের বিজয়ে বড় ভূমিকা রেখেছে। আজও মুশফিকের বড় ইনিংস খেলার সময়ে মুমিনুলের পরে তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গ এবং সহযোগিতা করেছেন তিনি।

গতকাল (১১ নভেম্বর) প্রথম দিনে ১৬১ রান করে মুমিনুল আউট হওয়ার আগ পর্যন্ত মুশফিককে বড় সঙ্গ দিলেও ডাবল সেঞ্চুরি এবং দেশের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা খেলার পথে মিরাজের সঙ্গ এবং ব্যাটিংয়ের কারণেই শেষ মুহূর্তে দলের উইকেটগুলো হুড়মুড়িয়ে পড়ে যায়নি। মুশফিকুর রহীমের সঙ্গে ১৪৪ রানের অনবদ্য এক জুটি গড়েন মিরাজ।

আর এই সঙ্গের কারনেই স্বাচ্ছন্দ্যে ডাবল সেঞ্চুরি এবং টেস্টে দেশের হয়ে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করার সুযোগ পেয়েছেন মুশফিক। এদিনে মিরাজ শুধু দৃঢ়তাপূর্ণ ব্যাটিংই নয়, খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংসটিও। ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এর আগে ২০১৭তে ভারতের হায়দরাবাদে ৫১ রানের করা একটি মাত্র হাফ সেঞ্চুরি রয়েছে তার।

আর এবার ১০২ বলে ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মারে খেললেন ৬৮ রানের ইনিংস। খেলা ঘোষণা দেয়া অব্দি অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মিরাজ।

/আইসা

মেহেদি হাসান মিরাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close