• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অজিদের পথের কাঁটা সেই পূজারা

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭
স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে একসময় ১২৭ রানের মধ্যে টিম ইন্ডিয়ার ৬ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়া৷ সেখান থেকে ভারত প্রথম ইনিংসে ২৫০ রানে পৌঁছয় কেবল মাত্র চেতেশ্বর পূজারার দুরন্ত প্রতিরোধের সুবাদেই৷ চেতেশ্বর ১২৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় বোলারদের হাতে পাল্টা লড়াইয়ের রসদ তুলে দেন৷

পর্যাপ্ত পুঁজি হাতে পেতেই ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে কোণঠাসা করতে বিশেষ সময় নষ্ট করেননি৷ প্রথম ইনিংসে অজিদের ২৩৫ রানে আটকে দেন ইশান্ত-শামি-বুমরাহ-অশ্বিনরা৷ ১৫ রানের ছোটখাটো লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভরতের হয়ে লড়াইয়ের ধ্বজা কাঁধে তুলে নেন সেই পূজারাই৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় দফাতেও অজি বোলারদের পথের কাঁটা হয়ে দাঁড়ান চেতেশ্বর৷

সম্পর্কিত খবর

    দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের তিন তারকা ফিরে গেলেও পূজারা ঢাল হয়ে লড়াই চালাচ্ছেন৷ বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে৷ প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়ার থেকে ভারত এখনই এগিয়ে রয়েছে ১৬৬ রানে৷

    ভারতের দুই ওপেনার শুরুটা মন্দ না করলেও বিজয় ১৮ রান করে আউট হয়ে বসেন৷ লোকেশ ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সাজঘরে ফেরেন ৪৪ রান করে৷ বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজার টেস্ট রানের মাইলস্টোন টপকে উইকেট দিয়ে আসেন ব্যক্তিগত ৩৪ রানের মাথায়৷

    অজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন পূজারা৷ চেতেশ্বর অপরাজিত রয়েছেন ৪০ রান করে৷ ১২৭ বলের জমাট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন তিনি৷ দু’বার ফিল্ড আম্পায়ার পূজারাকে আউট ঘোষণা করলেও ডিআরএসের সাহায্য নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন তিনি৷ রাহানে নটআউট রয়েছেন ১৫ বলে ১ রান করে৷

    দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড ও ল্যাথন লায়ন৷অজি স্পিনারের বল যেভাবে অচমকা টার্ন নিতে শুরু করেছে, তাতে শেষ ইনিংসে অজি ব্যাটসম্যানদেন ত্রাস হয়ে দেখা দিতে পারেন অশ্বিন৷

    তার আগে ৭ উইকেটে ১৯১ রানের পর থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তাদের শেষ তিনটি উইকেটের বিনিময়ে ৪৪ রান যোগ করতে সক্ষম হয়৷ হাফসেঞ্চুরি করা ট্রেভিস হেডকে (৭২) ফিরিয়ে দেন শামি৷ স্টার্ক ১৫ রান করে বুমরাহর শিকার হন৷ খাতা খোলার আগেই হ্যাজেলউডের উইকেট তুলে নিয়ে অজি ইনিংসে দাঁড়ি টেনে দেন শামি৷ ২৪ রান করে অপরাজিত থাকেন লায়ন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close