• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপিএলে স্মিথের খেলা নিয়ে সংশয়

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ০১:০৭
স্পোর্টস ডেস্ক

আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। এই আসরে খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মিথ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে পোস্টে সে কথা জানান দিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন এ তারকাকে নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।

জানা গেছে, এবারের বিপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলংকার আসেলা গুনারত্নেকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা। কিন্তু আসেলা না খেলায় তার জায়গায় স্মিথকে নেয় ২০১৬ সালের চ্যাম্পিয়ন হওয়া দলটি।

সম্পর্কিত খবর

    কিন্তু বাইলজ অনুযায়ী প্লেয়ার ড্রাফটে নাম না থাকা কাউকে দলে নিতে পারবে না কোনো ফ্রাঞ্চাইজি । তাই স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা নিয়ে আপত্তি জানায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এরপর তাদের সাথে আপত্তি জানায় বিপিএলের বাকি দলগুলোও।

    শুরুতে বিপিএলের টেকনিক্যাল কমিটি স্মিথের খেলা অনুমোদন দিলেও, দলগুলোর আপত্তিতে সে সিদ্ধান্ত এখন ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। শিগগিরিই আলোচনা শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close