• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টসে জিতে বোলিংয়ে ভারত

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪
স্পোর্টস ডেস্ক

সকাল থেকে দফায় দফায় বৃষ্টি৷ ফলে টস পিছিয়ে যায় মিনিট দশেক৷ আকাশে মেঘের ঘনঘটা চোখে পড়ার মতো৷ ম্যাচের মাঝেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ অস্ট্রেলিয়ার তাজা পিচে এমন পরিবেশ-পরিস্থিতি যে ব্যাটসম্যানদের অনুকূল নয়, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না৷

সম্পর্কিত খবর

    স্বাভাবিকভাবেই দুই ক্যাপ্টেন তাকিয়ে ছিলেন টসের দিকে৷ এক্ষেত্রে ভাগ্য সঙ্গ দেয় ভারত অধিনায়ক বিরাট কোহলির৷ সিরিজ নির্নায়ক ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি কোহলি৷ অজি দলনায়ক অ্যারন ফিঞ্চও জানান, টসে জিতলে ভারতকে ব্যাট করতে পাঠাতেন তিনি৷ অর্থাৎ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন তিনিও৷ আপাতত ভাগ্য বিমুখ হওয়ায় কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ের তিতো ওষুধ গিলতে হচ্ছে অজিদের৷

    ভারতের হয়ে এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে অলরাউন্ডার বিজয় শংকরের৷ গত ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করা পেসার মহম্মদ সিরাজের পরিবর্তে মেলবোর্নে বিজয় শংকরকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ প্রথম একাদশে আরও দু’টো রদবদল করে টিম ইন্ডিয়া৷ আম্বাতি রায়ুড়ুর জায়গায় সুযোগ পেয়েছেন কেদার যাদব৷ চায়নাম্যান কুলদীপ যাদবের বদলে দলে ঢুকেছেন আর এক রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহাল৷

    প্রথম একাদশে জোড়া রদবদল ঘটায় অস্ট্রেলিয়াও৷ কার্যত ফাইনালের রূপ নেওয়া তৃতীয় একদিনের ম্যাচে পিঠের চোটের জন্য মাঠে নামতে পারেননি জেসন বেহরেনডর্ফ৷ তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বিলি স্ট্যানলেক৷ স্পিনার নাথান লায়নের পরিবর্তে প্রথম এগারোয় ঢুকেছেন অ্যাডাম জাম্পা৷

    ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও যুবেন্দ্র চাহাল৷

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), উসমান খোওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, পিটাড সিডল ও অ্যাডাম জাম্পা৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close