• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণফোরামকে ৭ আসন দিলো বিএনপি

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:২৭ | আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩১
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামকে সাতটি আসন দিয়েছে বিএনপি। ওই সাতটি আসনের প্রার্থীদের ধানের শীষের চিঠি দেয়া হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) গণফোরামের প্রার্থীদের ধানের শীষ প্রতীকের চিঠি দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

    গণফোরামকে দেওয়া ৭টি আসন হলো: গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-৭, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬, এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, রেজা কিবরিয়া হবিগঞ্জ-১, অধ্যাপক আবু সায়িদ পাবনা-১, সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মেজর জেনারেল অব. আমসা আমিন কুড়িগ্রাম-২ ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

    উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি ও নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে। সেখানে নিবন্ধিত দল হিসেবে ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রধান শরিকদল বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।

    /এসএফ

    জাতীয় ঐক্যফ্রন্ট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close