• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পটুয়াখালীতে আ’লীগ-বিএনপির প্রতীক পেলেন যারা

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৬
পটুয়াখালী প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন পটুয়াখালী জেলা রিটানিং কর্মকতা। সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনে ২০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ- দুমকী) আসনে আওয়ামী লীগের আলহাজ এ্যাড. মোঃ শাহজাহান মিয়া -নৌকা, বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) মোঃ আলতাফ হোসেন চৌধুরীকে- ধানের শীষ, কমিউনিস্ট পার্টির মোঃ মোতালেব মোল্লাকে- কাস্তে, ইসলামী আন্দোলনের মোঃ আলতাফুর রহমানকে হাতপাখা, এনপিপির সুমন সন্যামতকে আম, জাকের পার্টির- আঃ রশিদকে গোলাপ ফুল প্রতীক দেওয়া হয়েছে।

পটুয়াখালী- ২ (বাউফল) আসনে আওয়ামী লীগের আ.স.ম ফিরোজ কে নৌকা, বিএনপির প্রার্থী সালমা আলমকে ধানের শীষ, ইসলামী আন্দোলনের নজরুল ইসলামকে হাতপাখা এবং কমিউনিস্ট পার্টির মোঃ শাহাবুদ্দিনকে কাস্তে প্রতীক দেওয়া হয়েছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনে আওয়ামী লীগের এস.এম শাহজাদা সাজুকে -নৌকা, বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনিকে- ধানের শীষ, জাতীয় পার্টির সাইফুল ইসলামকে- লাঙ্গল, ইসলামী আন্দোলনের ডাঃ মোঃ কামাল হোসেনকে হাতপাখা প্রতীক দেওয়া হয়েছে।

পটুয়াখালী- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের মহিবুল্লাহ মুহিবকে নৌকা, বিএনপির প্রার্থী এ.বি.এম মোশারফকে- ধানের শীষ, জাতীয় পার্টির আনোয়ার হোসেন হাওলাদাকে- লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাবিবুর রহমানকে হাতপাখা, ইসলামী ঐক্যজোট আব্দুর রহমান শাহ আলমকে মিনার, বাসদের মোঃ জহিরুল আলমকে মই প্রতীক দেওয়া হয়েছে। এদিকে প্রতিটি আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর উচ্ছাস প্রকাশ করেছে দলের কর্মী-সমর্থরা। জেলা রিটানিং কর্মকতা মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/পি.এস

পটুয়াখালী,আ’লীগ,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close