• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খুলনায় ৬টি আসনে ৩৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ২১:১৯
খুলনা প্রতিনিধি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ছয়টি আসনে ১০টি রাজনৈতিক দলের ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা কাঙ্খিত প্রতীক পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (১০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন খুলনার ৬টি আসনের বিভিন্ন দল জোট ও স্বতন্ত্র প্রার্থীরা।

সম্পর্কিত খবর

    খুলনার ছয়টি সংসদীয় আসনে যার যা প্রতীক

    খুলনা-১ আসনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস (নৌকা), বিএনপির আমীর এজাজ খান (ধানের শীষ), জাতীয় পার্টির সুনীল শুভ রায় (লাঙল), ইসলামী আনন্দোলন বাংলাদেশ’র মাওলানা আবু সাইদ (হাতপাখা), কমিউনিস্ট পার্টির অশোক কুমার সরকার (কাস্তে)।

    খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আনন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ আব্দুল আউয়াল (হাতপাখা), গণফ্রন্ট’র মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টি’র এইচ এম শাহাদত (কাস্তে) এবং বিএনএফ’র এস এম সোহাগ (টেলিভিশন)।

    খুলনা-৩ আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), বিএনপির রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ), ইসলামী আনন্দোলন বাংলাদেশ’র অধ্যক্ষ মাওলানা মোজাম্মিল হক (হাতপাখা), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জনাদন দত্ত (মই)।

    খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), বিএনপির আজিজুল বারী হেলাল (ধানের শীষ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেএম আলী দাদ (কোদাল), বিএনএফের মেজর (অব.) শেখ হাবিবুর রহমান (টেলিভিশন), ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ (হাতপাখা) ও জাকের পার্টির আনসার আলী (গোলাপ ফুল)।

    খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা), জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (ধানের শীষ), সিপিবির চিত্তরঞ্জন গোলদার (কাস্তে), ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান (হাতপাখা) ও জাতীয় পার্টির শহীদ আলম (লাঙ্গল)

    খুলনা-৬ আসনে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু (নৌকা), জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ (হাতপাখা), জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির সুবাস চন্দ্র সাহা (কাস্তে) ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মির্জা গোলাম আজম (টেলিভিশন)।

    /পিবিডি/আরাফাত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close