• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরিশালের হিজলায় ১৫ মণ জাটকা জব্দ

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৭, ১৭:০৯
বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরী ও হিজলা উপজেলায় কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিযানে ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ মণ জাটকা ও ১টি পিকআপসহ দুইজনকে আটক করে বিমান বন্দর থানা পুলিশ।

আটকরা হলেন- পটুয়াখালী জেলার মো. বাচ্চু ও মিলন (২৫)। তাদের দু’জনকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পর্কিত খবর

    বিমান বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়। পিকআপটিতে মোট ১৭ মণ মাছ ছিল। ১০ মণ জাটকা নিচে রেখে উপরে ৭ মণ বড় সাইজের ইলিশ দিয়ে ঢেকে রাখা হয়। মাছগুলো পটুয়াখালী থেকে খুলনা পাঠানো হচ্ছিল।

    আটক দু’জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে মাহমুদা কুলসুম মনি। জাটকাগুলো নগরীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

    এদিকে, কোস্টগার্ডের সদস্যরা সকালে হিজলা ধুলখোলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ট্রলার থেকে ৫ মণ জাটকা জব্দ করে।

    কোস্টগার্ডের কর্মকর্তরা জানান, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা গরীব ও এতিম খানায় বিতরণ করা হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close