• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দর্শনা চেকপোস্টে সোনার বারসহ আটক ১

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৪:২১
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোষ্টে কাষ্টমস থেকে আব্দুল মোতালেব (৫২) নামের ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা। আটক সোনা চোরাচালানী মোতালে গাজীপুর জেলার টংগী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রনী দত্ত জানান, দর্শনা চেকপোষ্ট দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে চালান হবে-এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি টিম শুক্রবার সকাল ৭টা থেকে দর্শনা চেকপোষ্টে অবস্থান করছিল। সকাল ১০টার দিকে ভারতগামী বাংলাদেশী নাগরকি আব্দুল মোতালেব কে আটক করে কাষ্টমস অফিসে রাখা হয়।

সম্পর্কিত খবর

    পরে দুপুরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতিতে তার দেহতল্লাশী করে পায়ের জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি । মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। সোনার বারগুলো দর্শনা কাষ্টমসে জমা দেয়া হবে। এছাড়া আটকৃত আব্দুল মোতালেব কে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close