• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খায়রুজ্জামানকে দেশে ফেরানো সম্ভব নয়

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৩ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬
আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া সাবেক হাইকমিশনার মেজর (অব.) এম খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর।

শনিবার (১২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে সংস্থাটির কমিশনার।

ইউএনএইচসিআর বলছে, খায়রুজ্জামান মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে অবস্থান করায় তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। শরণার্থী পুনর্বাসন আইন অনুযায়ী, সরকার কোনো শরণার্থীকে এমন কোনো স্থানে পাঠাতে পারে না, যেখানে তার জীবন হুমকির মুখে পড়বে। ১৯৫১ সালের চুক্তিতে সই করা না করা সব দেশের জন্যই শরণার্থী বিষয়ক আইনটি বাধ্যতামূলক।

এর আগে বাংলাদেশ সরকারের অনুরোধে গত ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাংয়ে নিজ বাসা থেকে এম খায়রুজ্জামানকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন পুলিশ।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পান। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসার জন্য বলা হয়। দেশে ফিরে আসা ঝুঁকি মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।

পূর্বপশ্চিম/এসকে

এম খায়রুজ্জামান,মালয়েশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close