• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইয়েমেনে পাল্টা হামলা সৌদি জোটের

প্রকাশ:  ২৬ মার্চ ২০২২, ১৬:১২ | আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬:১৮
পূর্বপশ্চিম ডেস্ক

জেদ্দার তেল ডিপোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাল্টা জবাব দিয়েছে সৌদি আরব। সানা ও হোদেইদায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট ।

শনিবার (২৬ মার্চ) ভোরে এ হামলা চালানো হয় বলে সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এক টুইটবার্তায় জানায়। খবর রয়টার্সের।

জোটের এক বিবৃতির বরাত দিয়ে এসপিএ জানায়, বৈশ্বিক জ্বালানি উৎস ও সরবরাহ চেইন রক্ষা করার লক্ষ্যে তারা পাল্টা হামলা চালিয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট এবং ড্রোনের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করে।

শুক্রবার রাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

সারিয়া জানান, রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

ইয়েমেন,সৌদি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close