• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২২, ১২:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এই ঘোষণা দেয় মস্কো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার দেশ দু’টির প্রধানমন্ত্রীদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করলো মস্কো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনে তাদেরকে নিষিদ্ধ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে স্কট মরিসন ও জেসিন্ডা আরডার্ন ছাড়াও দুই দেশের আরো অনেক মন্ত্রী ও সাংসদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

এএফপি বলছে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে। এছাড়া এই তালিকায় নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম।

এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। এ ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিষিদ্ধ,প্রবেশ,রাশিয়া,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close