• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাজ্যের ২৮৭ এমপির বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২২, ২১:০২
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের ২৮৭ জন এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

‘রুশোফোবিক হিস্টেরিয়া’ ছড়ানোতে ইন্ধন দেওয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ নিষেধাজ্ঞার ফলে কনজারভেটিভ দলের ২১৩ জন এবং লেবার পার্টির ৭৪ জন রাজনীতিবিদ রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যের পার্লামেন্টের ২৮৭ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, পাল্টা ‘প্রতিশোধমূলক আরও ব্যবস্থা’ নেওয়া হতে পারে।

এর আগে গত মার্চে যুক্তরাজ্য রাশিয়ার পার্লামেন্টের ৩৮৬ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার তালিকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ক্রিস ব্রিয়ান্টকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে ক্রিস ব্রিয়ান্ট জানান, তালিকায় তার নাম না থাকায় তিনি ‘হতাশ’। তিনি বলেন, রাশিয়ানদের অবশ্যই মানতে হবে তাদের প্রেসিডেন্ট একজন ‘বর্বর ভিলেন’।

প্রসঙ্গত ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য।

পূর্বপশ্চিমবিডি/জেএস

রাশিয়া,যুক্তরাজ্যে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close