• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জায়নবাদী হতে গেলে ইহুদি হওয়ার প্রয়োজন নেই: বাইডেন

প্রকাশ:  ১৪ জুলাই ২০২২, ১১:১৯
আন্তর্জাতিক ডেস্ক

জায়নবাদী হতে ইহুদি হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (১৩ জুলাই) মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েল পৌঁছানোর পর এ মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় সকালের দিকে তাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর শুরু হলো। ইসরায়েলে এটি বাইডেনের দশম সফর।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাইডেন বলেন, জায়নবাদী হতে আপনার ইহুদি হওয়ার প্রয়োজন নেই। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য সবচেয়ে আশাবাদ হলো দুই রাষ্ট্রের সমাধান।

ইয়ার লাপিদ বলেন, ইসরায়েলের সঙ্গে আপনার সম্পর্ক ছিল সব সময় ব্যক্তিগত। বাইডেনকে তিনি একজন মহান জায়নবাদী ও ইসরায়েলের সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

জেরুজালেমে দুই দিন অবস্থান করবেন বাইডেন। দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে বসবেন।

শুক্রবার তিনি ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে জেদ্দা যাবেন। সেখানে তিনি সৌদি কর্মকর্তা ও উপসাগরীয় মিত্রদের একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এই সফরে জো বাইডেন মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে অধিক পরিমাণে তেল উৎপাদনে প্ররোচিত করবেন।

খবরে বলা হয়েছে, বাইডেনের সফরের অন্যতম লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, অঞ্চলে ইসরায়েলের সমন্বয়করণ গভীর করা, ইরানের প্রভাবে বাধা দেওয়া এবং চীন ও রাশিয়ার আগ্রাসন রোধ করা।

পূর্বপশ্চিমবিডি/এআই

জো বাইডেন,জায়েনবাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close