• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদির আকাশ পথ খুলে দেয়া হলো ইসরায়েলের জন্য

প্রকাশ:  ১৫ জুলাই ২০২২, ১৪:০২
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির এই ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শুক্রবার বাইডেন ইসরাইল থেকে সরাসরি সৌদি আরব সফরে যাবেন। তার আগে সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিল।

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এত দিন দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারত না ইসরাইল।

সৌদির বিমান কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, উড্ডয়নে কর্তৃপক্ষের আবশ্যিক শর্তাবলি পূরণ করে—এমন সব বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের সঙ্গে অনেক মাস ধরে প্রেসিডেন্টের অবিচল ও নীতিগত কূটনীতির ফল, যা আজ তার সফরে চূড়ান্ত পরিণতি পেল।

সূত্র: রয়টার্স

পূর্বপশ্চিমবিডি/এআই

সৌদি আরব,ইসরায়েল,আকাশপথ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close