• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রিন্সেস ডায়ানার গাড়ি নিলামে ৭ কোটি ৩০ লাখ টাকায় বিক্রি

প্রকাশ:  ২৮ আগস্ট ২০২২, ১৭:৩৩
নিজস্ব প্রতিবেদক

আশির দশকে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি ফোর্ড এসকর্ট গাড়ি নিলামে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা। ১৯৮৫ সালের আগস্ট থেকে ১৯৮৮ সালের মে মাস পর্যন্ত ব্রিটিশ রাজপরিবারের বধূ এই গাড়িটি ব্যবহার করেছিলেন।

শনিবার জনৈক ব্রিটিশ ক্রেতা কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি কিনে নেন। আকাশছোঁয়া দামে গাড়িটি বিক্রি হওয়ায় অবাক হয়েছে খোদ নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন অকশনস!

সম্পর্কিত খবর

    নিলামকারী জোনাথন হামবার্ট জানান, প্রচুর মানুষ এই গাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১২ বছরের মধ্যে তারা সবচেয়ে বেশি ফোনকল পেয়েছেন ডায়ানার এই গাড়ির জন্যই!

    প্রিন্সেস ডায়ানা নিজের গাড়ি নিজেই চালাতে পছন্দ করতেন, তবে যাত্রীর আসনে রয়্যালটি প্রোটেকশন কমান্ড (এসও১৪) এর একজন সদস্যকে রাখতে হতো। চেলসি স্টোর ও কেনসিংটনের রেস্টুরেন্টের সামনে নিজের আরএস টার্বো সিরিজ ওয়ান গাড়িসহ ক্যামেরাবন্দীও হয়েছেন ডায়ানা।

    নিলামকারীরা জানিয়েছেন, ডায়ানার গাড়িটি এই মডেলের অন্যান্য গাড়ি থেকে অনেক দিক থেকে আলাদা। নিলামেও এটি এ ধরনের গাড়ি বিক্রির সেরা ১০টি বিশ্বরেকর্ডের মধ্যে জায়গা করে নিয়েছে।

    প্রিন্সেস ডায়ানা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close