• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১২

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০
আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি বারে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১১ জন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে একটি ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বারের ভেতরে লোকজন আটকা পড়েন।

আগুন থেকে বাঁচতে অনেকেই একটি ব্যালকনিতে আশ্রয় নেন। তবে ওই বারের বেশিরভাগ আসবাবপত্র কাঠের হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডে ১২ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনা তদন্ত করা হচ্ছে।

ওই বারের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী নুয়েন স্যাং বলেন, দমকল কর্মীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের জানানো হয় যে, বারের ভেতরে ৪০ জন আটকা পড়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এআই

ভিয়েতনাম,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close