• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের ইতিহাস-ভূগোল সব কিছুই বদলে দেওয়া হচ্ছে: মমতা

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, নতুন করে আমাদের ভাবতে হচ্ছে। কেন? কেন নতুন ভাবনা আসছে? কেন নতুন ভিশন আমাদের সামনে আসছে? কী ভাবনা রয়েছে, এই ভাবনা বদলের? ঐতিহাসিক ঘটনা বদলে দেওয়া হচ্ছে। দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছুই বদলে দেওয়া হচ্ছে। একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই বদল আনা হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) আলিপুর সংগ্রহশালার উদ্বোধন করেই নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদীর সরকার ও শাসকদল বিজেপিকে নিশানা করে এ কথা বলেন তিনি।

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণে রাখতে তার সরকার কোন কোন কাজ করেছে তাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্ম হয়তো জানতেই পারবে না আমাদের স্বাধীনতার ঐতিহাসিক লড়াইয়ের কথা। এখন তাই প্রয়োজন হয়ে পড়েছে, ইতিহাসকে সংরক্ষণের। বিধানসভাতেও আমরা করছি। নেতাজি সংক্রান্ত যে ফাইল আমাদের কাছে ছিল, তা প্রকাশ করে দিয়েছি। তা ডিজিটাইজ করা হয়েছে।

নতুন প্রজন্মের উদ্দেশে মমতা বলেন, দেশকে যারা স্বাধীন করে প্রাণ দিয়েছেন, আমাদের কি দায়িত্ব নয়, তাদের স্মরণে রাখা? নেতায় নেতায় আদর্শে বিরোধ থাকতে পারে, কিন্তু সম্মানে সম্মানের বিরোধ থাকতে পারে বলে আমি মনে করি না।

তিনি বলেন, সেই ভালো নেতা হয় যে দেশকে নেতৃত্ব দেয়। নেতা মানুষকে নেতৃত্ব দেয়। নেতা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গ্রহণযোগ্য হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মমতা ব্যানার্জী,ভারত,পশ্চিমবঙ্গ,মুখ্যমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close