• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ৪৫ জনের মৃত্যু

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২২, ২০:৩১
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’র প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন মৃতের সংখ্যা হয়েছে ৭২। পরে শনিবার (২৯ অক্টোবর) দেশটির সরকারি কর্মকর্তা বলছেন মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের।

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে হাজারো বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, আজ নাগাদ মধ্য ফিলিপাইনের সামার প্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা হয়েছে ৭২। পরে দেশটির সরকারি কর্মকর্তা বলছেন মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের।

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে হাজারো বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, আজ নাগাদ মধ্য ফিলিপাইনের সামার প্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, প্রস্তুতি নেওয়া হয়েছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় সুলতান কুদরত প্রদেশে রাবারের নৌকা ব্যবহার করে বুকসমান পানিতে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,ভূমিধস,ফিলিপাইন,বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close