• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদি আরবে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০২২, ১৯:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়। এবার সৌদি আরবে উদ্‌যাপিত হয়েছে হ্যালোইন উৎসব। খবর: আরব নিউজ।

এ উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির রাজধানী রিয়াদের বিনোদনকেন্দ্র বুলেভার্ডেতে আয়োজন করা হয়েছিলো কস্টিউম পার্টির। ভয়ংকর পোশাক পরার শর্তে এ দুই দিন বুলেভার্ডেতে দর্শনার্থীদের বিনা মূল্যে ঢুকতে দেওয়া হয়েছে।

উৎসবে উত্তর আমেরিকার পৌরাণিক প্রাণী ওয়েন্ডিগোর আদলে একটি পোশাক পরে এসেছিলেন আবদুল রহমান। এটি নিজ দেশে তার প্রথম হ্যালোইন উৎসব উদ্‌যাপন। তিনি বলেন, সত্যি কথা বলতে, এটি বিশাল এক উদ্‌যাপন, এটি আমাদের মনে প্রশান্তি তৈরি করে। এটি হারাম নাকি হালাল, তা আমার জানা নেই। কেবলই আনন্দ লাভের জন্য আমরা এ উৎসব উদ্‌যাপন করছি। আর কিছু নয়।

খালেদ আল হারবি নামের অপর এক ব্যক্তি বলেন, আমাদের মনে কী আছে, তার ওপর ভিত্তি করেই কর্ম নির্ধারিত হয়। আমি নিছক মজা করার জন্য এখানে এসেছি।

আল হারবির সঙ্গে তার পরিবারের সদস্যরাও উৎসবে যোগ দিয়েছিলেন। পরিবারের সদস্যদের কেউ পরেছেন রক্তাক্ত চিকিৎসকের পোশাক, আবার কেউ রক্তাক্ত নার্সের পোশাক পরে এসেছিলেন। আল হারবির কোলে ছিল পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। দুই বছরের শিশুটির পরনে ছিল ডাইনির পোশাক।

আতশবাজির ঝলকানি, শব্দের ঝংকার (সাউন্ড ইফেক্ট) আর ভুতুড়ে সাজসজ্জার মধ্য দিয়ে দুই দিনের ওই উৎসব শেষ হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হ্যালোইন উৎসব,সৌদি আরব,বিনোদন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close