• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তানজানিয়ায় লেকে প্লেন বিধ্বস্ত, নিহত ১৯

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২২, ২১:৫১
আন্তর্জাতিক ডেস্ক

তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়লো প্রিসিশন এয়ারের একটি প্লেন। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি একটি লেকে আছড়ে পড়ে।

রোববার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তানজানিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিবিসি’র বরাত দিয়ে খবরে বলা হয়, প্লেনটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট ও দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন। প্লেনটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবাতে যেতে উড্ডয়ন করেছিল। আকাশে ওঠার পর এটি ঝড় ও ভারী বৃষ্টির সম্মুখীন হয়।

বুকোবার আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হওয়ায় প্লেনটির ১৯ যাত্রী নিহত হয়েছেন। নিহতের খবর দিলেও এর মধ্যে নারী-শিশু ছিল কিনা সেটি জানাননি চালামিলা।

কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে বলেন, আমরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছি। তারা হাসপাতালে আছেন।

নিখোঁজ থাকা ১৭ জনের কজনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তা ছাড়া হাসপাতালে কারো মৃত্যু হয়েছে কিনা সেটিও পরিষ্কার করেনি টিবিসি। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ দুর্ঘটনায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় সবাইকে শান্ত থাকতেও আহ্বান জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,তানজানিয়া,প্লেন,বিধ্বস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close