• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডেঙ্গু সমস্যা অচিরেই কমবে, মমতার আশ্বাস

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৯:৩১
আন্তর্জাতিক ডেস্ক

‘ডেঙ্গু আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আরো মৃত্যু’ গত কয়েকদিন ধরে রাজ্যের সব পত্রিকায় এ হেডলাইনটি সবার নজর কাড়ছে। ফলে পুরো রাজ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। মানুষের ঘুম কেড়ে নিয়েছে মশাবাহিত এই রোগ।

কখনো উত্তর ২৪ পরগনা জেলা, কখনো হুগলি, হাওড়া, কখনো আবার কলকাতা শহর- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কে পশ্চিমবঙ্গবাসী, উদ্বিগ্ন প্রশাসন। মশাবাহিত এই রোগে যেভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

এবার এসব নিয়ে বুধবার (৯ নভেম্বর) কৃষ্ণনগরের দলীয় জনসভায় ব্যাখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ডেঙ্গু নানারকম জিন নিয়ে বারেবারে আসে। আমি পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ প্রত্যেককে বলবো, সতর্ক থাকুন। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। মশা বাড়তে দেবেন না। পাশাপাশি মমতার আশ্বাস, ডেঙ্গু সমস্যা অচিরেই কমবে।

মুখ্যমন্ত্রী বলেন, এখন কোভিড নেই বললেই চলে। কিন্তু ডেঙ্গু আছে। তবে ওটাও নিম্নমুখী। যতো শীত পড়বে ততো কমে যাবে।

ডেঙ্গু নিধনে তার আর্জি, অনেক জায়গায় অনেক পূজা হয়েছে। প্রতিমা বিসর্জন হয়েছে। যার ফলে বহু জায়গায় আবর্জনা জমেছে। তাই মশা বাড়ছে। কোথাও পানি জমতে দেবেন না। বাড়ির আশেপাশে আবর্জনা জমতে দেবেন না।

নাগরিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারও সচেতন হোন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মমতা বন্দ্যোপাধ্যায়,পশ্চিমবঙ্গ,মুখ্যমন্ত্রী,ডেঙ্গু,সমস্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close