• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিপাবলিকানদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি বাইডেনের

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ১০:১৮
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতার দ্বারপ্রান্তে থাকা রিপাবলিকানদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বাইডেন এ প্রতিশ্রুতি দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

    যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে হাউসের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে ২১০টিতে। অন্যদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে ১৯২টি আসনে। কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ দল হতে আসন দরকার ২১৮টি।

    অন্যদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ১০০টি আসনের মধ্যে দুই দলই ৪৮টিতে এগিয়ে। এ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৫১ আসন।

    এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে বাইডেন রিপাবলিকানদের সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন।

    ডেমোক্র্যাটদের যথেষ্ট প্রচারের পরও ভোটাররা যে হতাশ, সেটা বুঝতে পেরেছেন বলে জানান প্রেসিডেন্ট।

    তিনি বলেন, ‘আমি মনে করি, আমেরিকার জনগণ এটা খোলাসা করে দিয়েছে যে, রিপাবলিকানরাও আমার সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত হোক, এমনটাই প্রত্যাশা তাদের।’

    ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ফের লড়ার ইচ্ছার কথা জানিয়ে বাইডেন বলেন, এ বিষয়ে আগামী বছরের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close