• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতে ছড়াচ্ছে ভয়ংকর আরএস ভাইরাস

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ১৬:৪৮
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে আরএস (রেসপিরেটরি সিনসিশ্যাল) ভাইরাস। সদ্যোজাত থেকে দুই বছরের শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। খবর এনডিটিভির।

ভারতের পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আতঙ্কের মধ্যেই ভারতে আরএস ভাইরাস ছড়াচ্ছে। হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়া, শুকনো কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথার যন্ত্রণা, খাওয়ার ইচ্ছা না থাকা, ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ এই রোগের উপসর্গ। এই ভাইরাসে আক্রান্তদের ফুসফুস ও শ্বাসনালির সংক্রমণ পরে নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের দিকে মোড় নেয়। এতে শুরু হয় শ্বাসকষ্ট। প্রয়োজন হয় ভেন্টিলেটর ও আইসিইউ বেডের।

ভারতের শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, অক্টোবরের শুরু থেকে আরএস ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই ভাইরাস বড় আকার নিয়েছে। ঝাঁকে ঝাঁকে রোগী আসছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

আরএস ভাইরাস,ভারত,ভয়ংকর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close