• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খারসন থেকে সব সেনা প্রত্যাহার করেছে রাশিয়া

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ২১:১৪
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের কৌশলগত শহর খারসন থেকে সব সেনা প্রত্যাহার শেষ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার মস্কো এ ঘোষণা দিয়েছে।

দুদিন আগে খারসন থেকে পিছু হটার ঘোষণা দিয়েছিল। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে তাদের সব সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।

অবশ্য বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, খারসন থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার ধারণা ওই অঞ্চলে রাশিয়ার অন্তত ৪০ হাজার সেনা রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, খারসনের আশেপাশের এলাকায় এখনও রুশ সেনারা অবস্থান করছে।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, কিয়েভের বাহিনী রাশিয়ার কাছ থেকে ৪১টি এলাকা দখলমুক্ত করেছে। সেনারা এবার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। যুদ্ধ শুরুর নবম মাসে ইউক্রেনীয় সেনারা রুশদের বিরুদ্ধে দ্রুত অগ্রসর হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রাশিয়া,খারসন,সেনা প্রত্যাহার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close