• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ৫

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২২, ১৮:২৯
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে আরো ১৮ জন। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) রাতে কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় অবস্থিত ক্লাবটিতে হামলা চালানো হয়।

রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

পুলিশের তরফে ক্লাব কিউ নামের গে নাইটক্লাবটিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানান, জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,যুক্তরাষ্ট্র,নাইটক্লাব,বন্দুক হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close