• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ১২

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২২, ১২:৪৮
নিউজ ডেস্ক

ভারতের বিহার রাজ্যে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকচাপায় নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার সন্ধ্যায় বিহারের বৈশালী জেলায় এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভি জানায়, বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ে দ্রুতগতির একটি ট্রাক। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটির আয়োজন করা হয়। রাস্তার পাশে একটি গাছের সামনে তারা জড়ো হন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। টুইটার বার্তায় মোদি এ কথা জানিয়েছেন। এ ছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন, বিয়ে সম্পর্কিত প্রথার অংশ হিসেবে শোভাযাত্রাটি বের করা হয়েছিল। পার্শ্ববর্তী সুলতানপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে কয়েকদিনের মধ্যে একটি বিয়ের কথা ছিল। তবে পাশের মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ট্রাকের ভেতরে আটকা পড়েন। ধারণা করা হচ্ছে তিনি মারা গেছেন।

ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close