• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদের উদ্দেশে রওনা দিলো আরব বিশ্বের প্রথম চন্দ্রযান

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২২, ১৯:১৫
আন্তর্জাতিক ডেস্ক

চাঁদের উদ্দেশে রওনা দিলো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চন্দ্রযান ‘রশিদ’। রোববার (১১ ডিসেম্বর) এ যাত্রার মাধ্যমে দেশটির দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ঐতিহাসিক সূচনা হলো।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশকেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে জানায়, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এদিকে এখন পর্যন্ত যতোগুলো চন্দ্রাভিযান পরিচালনা করা হয়েছে সেগুলোর চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে। তাই আরব আমিরাতের চন্দ্রযান উৎক্ষেপণ সফল হলেও, এটি যে নিশ্চিতভাবে চাঁদে অবতরণ করবে তা বলার সুযোগ নেই।

আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও বলেন, আমাদের এ মিশন তখনই সফল হবে, যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে। উৎক্ষেপণটি অসাধারণ ছিলো। আর স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। আমাদের আত্মবিশ্বাস, সবকিছু ভালোভাবে শেষ হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চন্দ্রযান,বিশ্ব,আরব,চাঁদ,সংযুক্ত আরব আমিরাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close