• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারীরা এনজিওতে কাজ করতে পারবেন না: তালেবান

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৪২
আন্তর্জাতিক ডেস্ক

নারীদের জন্য আরো কঠোর বিধিনিষেধ জারি করলো তালেবান। দেশি-বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করতে পারবে না দেশটির নারীরা। শনিবার (২৪ ডিসেম্বর) এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করেছে। খবর রয়টার্সের।

এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা এনজিওতে কাজ করতে পারবেন না। কারণ, অনেক নারী ইসলামি পোশাকরীতি মেনে কর্মক্ষেত্রে আসছিলেন না।

তালেবান সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন আফগানিস্তানে জাতিসংঘের উপবিশেষ প্রতিনিধি রমিজ আলাকবারভ বলেন, অর্থ মন্ত্রণালয়ের যে চিঠি তা গভীর উদ্বেগের। এটি সুস্পষ্ট ‘মানবিক নীতির লঙ্ঘন’।

সরকারের এই সিদ্ধান্ত জাতিসংঘের মতো সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা এখনো পরিষ্কার নয়। সংস্থাটি আফগানিস্তানে মানবিক সংকট মোকাবিলায় বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া সংস্থাটিতে অনেক নারী প্রতিনিধি রয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের এই চিঠির ব্যাখ্যা জানার চেষ্টা করছে।

এদিকে তালবান সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে সম্প্রতি সংলাপের আয়োজন করেছিলো নরওয়ের সার্জ ডি-অ্যাফেয়ার্স পল ক্লোউম্যান। গতকাল তালেবানের এই চিঠির খবর প্রকাশের পর তিনি বলেন, এনজিওতে নারীদের কাজ করার ব্যাপারে তালেবান যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা অবশ্যই অতিসত্বর বাতিল করতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তালেবান,কাজ,নারী,এনজিও
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close