• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউক্রেন যুদ্ধ ইতিহাসের টার্নিং পয়েন্ট: ফুমিও কিশিদা

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৩০
আন্তর্জাতিক ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেন যুদ্ধ ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। রাশিয়ার হামলার কারণে বিশ্ব রীতিমতো কেঁপে উঠেছে। কানাডার গণমাধ্যম দ্য গ্লোবকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর: আনাদোলু এজেন্সি।

এবারের জি-৭ সম্মেলন সম্পর্কে ফুমিও কিশিদা বলেন, এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হবে ইউক্রেনকে সাহায্য করা।

জি-৭ দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা একসঙ্গে মিলে শান্তি প্রতিষ্ঠানে কাজ করতে পারি। স্থিতিশীলতা বজায় রাখতে জোর প্রচেষ্টা চালাতে পারি।

আগামী মে মাসে জাপানে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দেশগুলোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনার জন্য সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা। তিনি কানাডা, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফুমিও কিশিদা,জাপান,প্রধানমন্ত্রী,ইউক্রেন,যুদ্ধ,ইতিহাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close