• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: আরও ২ মরদেহ উদ্ধার

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:৪২
নিউজ ডেস্ক

গতকাল রোববার ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নেপালের পর্যটন এলাকা পোখারায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুই আরোহীর সন্ধান পেতে উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ বাকি দুই আরোহীর সন্ধান পেতে ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। কঠিন ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

পোখারার পুলিশ কর্মকর্তা অজয় কেসি বলেন, ‘এখানে ঘন কুয়াশা রয়েছে। যেখানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল ও মানুষেরা অগ্নিদগ্ধ হয়েছিল সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’

অজয় কেসি বলেন, ‘যাত্রীদের মধ্যে শিশু ছিল। কেউ একদম পুড়ে ভস্মীভূত হয়ে যেতে পারে। তাঁদের দেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে আমরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখব।’

উল্লেখ্য, রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়।

নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি।

নেপাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close