• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিরিখাতে, নিহত ৩৯

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৩১
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৯ জন নিহত ও আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রোববার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে এ বাস ঘটনা ঘটে। খবর: ডন।

দেশটির পুলিশ জানায়, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছের গিরিখাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাতে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানান, নিহতদের হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,গিরিখাত,পাকিস্তান,নিয়ন্ত্রণ,বাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close