• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৩, ১২:৫৯
আন্তর্জাতিক ডেস্ক

সাবেক পর্নো তারেকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) তিনি নিউইয়র্ক এসে পৌঁছান তিনি। মঙ্গলবার (৪ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটান কোর্টহাউসে হাজির হবেন বলে আশা করা হচ্ছে।

সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন।

স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নেমেছিলো ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুস দিয়েছিলেন ট্রাম্প।

তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি ব্র্যাগকে ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্ক সিটিতে পৌঁছানোর পর ট্রাম্প টাওয়ারে তার আইনজীবী সুসান নেচেলেস এবং জো টাকোপিনার সঙ্গে দেখা করেছেন। ট্রাম্পের আইনি দলে নতুন সদস্য টড ব্ল্যাঞ্চ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন কি না তা নিশ্চিত নয়।

ট্রাম্পের অন্যতম প্রতিনিধি অ্যালিনা হাব্বা নিউইয়র্কে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং আগামীকাল (মঙ্গলবার) যা করতে হবে, তার জন্য প্রস্তুত।

ট্রাম্প ম্যানহাটনে ন্যায্য বিচার পাবেন কি না জানতে চাইলে অ্যালিনা বলেন, না। আমি মনে করি, এটি খুব কঠিন। আমি এই রাজ্যের ওপর বিশ্বাস রাখতে চাই। কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে তার জন্য কাজ করছি এবং নিউইয়র্কের আদালতে গিয়েছি। আমি বলতে পারি, এটি অন্য কারো প্রতিনিধিত্ব করার মতো নয়। সূত্র: সিএনএন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডোনাল্ড ট্রাম্প,আত্মসমর্পণ,নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close