• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতে স্মার্টফোনের ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

প্রকাশ:  ০২ মে ২০২৩, ১২:৩২
আন্তর্জাতিক ডেস্ক

স্মার্টফোনের ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। মূলত পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তাই হামলা ঠেকাতে ভারতে ইমোসহ মোট ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

গোয়েন্দাদের দাবি, এ ম্যাসেঞ্জার অ্যাপগুলো ব্যবহার হচ্ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এবং খুব সহজেই তা অ্যাক্সেস করা যায়। তবে সম্প্রতি ভারতে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিলো অ্যাপগুলো। জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চলছিল এই অ্যাপগুলোর মাধ্যমে।

অ্যাপগুলো ভারতীয় আইন লঙ্ঘন করছিলো বলেও অভিযোগ করেছেন তারা। যে কারণে সেগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। ৬৯এ তথ্যপ্রযুক্তি ধারা অনুযায়ী ‘বিপজ্জনক’ অ্যাপগুলোকে ব্লক করা হয়েছে।

স্মার্টফোনের যে ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

  • ক্রিপভাইসার
  • এনিগ্মা
  • সেফসুইস
  • উইক্রেমে
  • ব্রিয়ার
  • বিচ্যাট
  • মিডিয়াফায়ার
  • ন্যান্ডবক্স
  • কনিয়ন
  • ইমো
  • এলিমেন্ট
  • সেকেন্ড লাইন
  • জাঙ্গি এবং
  • থ্রিমা

সূত্র: এনডিটিভি

পূর্বপশ্চিমবিডি/এসএম

অ্যাপ,মেসেজিং,ভারত,স্মার্টফোন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close