• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারীদের ওপর নিষেধাজ্ঞার কারণে তালেবানদের স্বীকৃতি দেওয়া ‘অসম্ভব’: জাতিসংঘ

প্রকাশ:  ২২ জুন ২০২৩, ২১:০০ | আপডেট : ২৮ জুন ২০২৩, ২১:০০
পূর্বপশ্চিম ডেস্ক

আফগানিস্তানে যতদিন নারীদের ওপর বিধিনিষেধ থাকবে ততদিন তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে ‘প্রায় অসম্ভব’ বলে জানিয়েছে দেশটিতে থাকা জাতিসংঘের দূত।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান রোজা ওতুনবায়েভা বলেন, কর্তৃপক্ষের সাথে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা নারীদের জন্য যে ডিক্রি ও বিধিনিষেধ প্রণয়ন করেছে, তা তাদের নিজেদের জন্যই প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি বলেন, তালেবানরা জাতিসংঘ এবং তার সদস্যদের কাছ থেকে স্বীকৃতি পেতে যায়, কিন্তু একই সাথে তারা জাতিসংঘের সনদে প্রকাশিত মূল্যবোধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা তাদের বলেছি যে, যতক্ষণ পর্যন্ত এই ডিক্রিগুলো কার্যকর থাকবে ততদিন এটি প্রায় অসম্ভব।

ওতুনবায়েভা আরও বলেন, আমাদের এই নিষেধাজ্ঞার জন্য কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি এবং এটি প্রত্যাহার করা হবে বলেও কোনো আশ্বাস দেওয়া হয়নি।

আফগানিস্তানের তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত নয়। তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে আফগান নারীদের ওপর অনেকগুলো বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে রয়েছে নারীদের জন্য উচ্চ শিক্ষা বন্ধ করে দেয়া এবং সরকারি চাকরি নিষিদ্ধ করা। গত ডিসেম্বরে তারা আফগান নারীদের দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় কাজ করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করে।

তালেবান,আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close